কেৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives) নমুনা ধারাবাহিকতা

কেৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives). কেৌশলগত উদ্দেশ্যর মান (Weight of Strategic ) কার্যক্রম (Activites) কর্মসম্পাদন সূচক (Performance Indicator) একক (Unit ) কর্মসম্পাদন সুচকের মান (Weight of Pl) লক্ষ্য মাত্রার মান-২০১৮-১৯ Target Value-2018-19 আসাধারণ (Excelent ) অতি উত্তম (Very Good) উত্তম (Good) চলতিমান (Fair) চলতিমানের নিম্নে Poor 100% 90% 80% 70% 60% দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন ৪ সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রশিক্ষণ আয়োজন প্রশিক্ষণের সময় জনঘন্টা ২ ৬০ ৫৫ ৫০ ৪৫ ৪০ জাতীয় শুদ্ধাচার কেৌশল বাস্তবায়ন 2019-2020 অর্থ বছরের শুদ্ধাচার বাস্তাবায়ন কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন পরিবিক্ষণ কাঠামো প্রণীত ও দাখিলকৃত তারিখ ১ ১৬ জুলাই ৩১ জুলাই - - - নির্ধারিত সময়সীমার মধ্যে ত্রৈমাসিক পরিবীক্ষণ প্রতিবেদন দাখিলকৃত সংখ্যা ১ ৪ ৩ - - - তথ্য অধিকার বাস্তবায়ন জোরদারকরণ ১ তথ্য বাতায়ন হালনাগাদকরণ তথ্য বাতায়ন হালনাগাদকৃত % ৫ ৮০ ৭০ ৬০ - - স্ব প্রাণোদিত তথ্য প্রকাশিত স্ব প্রণোদিত তথ্য প্রকাশিত % ৫ ১০০ ৯০ ৮৫ ৮০ ৭৫ আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন ২ অডিট আপত্তি নিস্পত্তি কার্যক্রমের উন্নয়ন অডিট আপত্তি নিস্পত্তিকৃত % ২ ৫০ ৪৫ ৪০ ৩৫ ৩০ আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শার্শা,যশোর। জেলা শিক্ষা অফিসার, যশোর এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব । আমি জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শার্শা,যশোর এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব । স্বাক্ষরিত: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শার্শা, যশোর। তারিখ: জেলা শিক্ষা অফিসার যশোর । তারিখ: মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা তারিখ: সংযোজনী-১: শব্দসংক্ষেপ (Acronyms) (যদি থাকে) ক্রমিক শব্দসংক্ষেপ পূর্ণরূপ MOE Ministry of Education. DSHE Directorate of Secondary and Higher Education SESIP Secondary Education Sector Investment Program IMS Institute Management Summery ISAS Institutional Self Assessment Summery BANBIES Bangladesh Bureau of Educational Information & Statistics NAEM National Academy for Educational Management BISE Board of Intermediate & Secondary Education NCTB National Curriculum Tex Book Board PBM Performance Base Management CA Continues Assessment CQ Creative Question সংযোজনী-২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা এবং পরিমাপ পদ্ধতির বিবরণ ক্রমিক নম্বর কার্যক্রম কর্মসম্পাদন সূচকসমূহ বিবরণ বাস্তবায়নকারী অধিদপ্তর/সংস্থা/দপ্তর পরিমাণ পদ্ধতির এবং উপাত্তসূত্র সাধারণ মন্তব্য ১.1
কেৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives). কৌশলগত উদ্দেশ্য বলতে নির্দিষ্ট সময়ে-স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে-মন্ত্রণালয়/বিভাগ নির্দিষ্ট নীতিমালা এবং কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে তার অধিক্ষেত্রে যে সকল উন্নয়ন লক্ষ্য অর্জন করতে চায় সেগুলিকে বুঝাবে। উদাহরণস্বরূপ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অন্যতম কৌশলগত উদ্দেশ্য হতে পারে মা ও শিশুর জন্য উন্নততর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। সরকারের প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১, পঞ্চবার্ষিক পরিকল্পনা, অন্যান্য কৌশলগত দলিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের নীতি সংক্রান্ত দলিলসমূহ এবং বাজেট কাঠামো পর্যালোচনাপূর্বক মন্ত্রণালয়/বিভাগের কৌশলগত উদ্দেশ্যসমূহ নির্ধারণ করা যেতে পারে। মন্ত্রণালয়/বিভাগের পক্ষে অর্জন করা কষ্টসাধ্য কেবল এরূপ বিবেচনায় বা সহজে অর্জনযোগ্য বিবেচনায় কোন কৌশলগত উদ্দেশ্য বিয়োজন বা সংযোজন করা সমীচীন হবে না। মন্ত্রণালয়/বিভাগের রূপকল্প, অভিলক্ষ্য এবং কার্যাবলিসমূহ এবং কৌশলগত উদ্দেশ্যসমূহের মধ্যে একটি সংযোগ থাকতে হবে।