রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) এবং কার্যাবলী নমুনা ধারাবাহিকতা

রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) এবং কার্যাবলী. ১.১ রূপকল্প (Vision): দক্ষ, গতিশীল, উন্নয়ন সহায়ক এবং জনবান্ধব জেলা প্রশাসন। ১.২ অভিলক্ষ্য (Mission): প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার ও সেবা দাতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং উদ্ভাবন চর্চার মাধ্যমে সময়াবদ্ধ ও মানসম্মত সেবা নিশ্চিত করা । ১.৩কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives): ১.৩.১ জেলার কৌশলগত উদ্দেশ্যসমূহ: ১. জেলা পর্যায়র দপ্তরসমূহের উন্নয়নমূলক কার্যক্রমসমূহের কার্যকর সমন্বয় সাধন; ২. মানবসম্পদ উন্নয়ন, সার্কিট হাউস ব্যবস্হাপনার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ; ৩. দুর্যোগ ব্যবস্হাপনা, বনায়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিতকরণ; ৪. সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন জোরদারকরণ; ৫. রাজস্ব প্রশাসন ব্যবস্হাপনায় গতিশীলতা আনয়ন; ৬. জনশৃঙ্খলা ও জন নিরাপত্তা সংহতকরণ; ৭. জনসচেতনতামূলক কার্যক্রমে জনসম্পৃক্ততা জোরদারকরণ; ৮. ক্রীড়া, সংস্কৃতি ও নারী উন্নয়ন ত্বরান্বিতকরণ।