Contract
দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র
প্রথম পক্ষ বরাবর : (১) xxxx xxxxxx xxxx পিতা মৃত xxxx xxxxxx xxxx xxxxx লস্করপাড়া ,পোঃ বারোবিশা,আলিপুরদুয়ার
দ্বিতীয় xxxx xxxxxx : xxxx xxxxx xxxxxx পিতা মৃত xxxxxxxx xxx xxxxxx। জাতি হিন্দু ভারতীয় নাগরিক। সাকিন লস্করপাড়া, পোঃ বারোবিশা ,থানা-কুমারগ্রাম, জেলা: আলিপুরদুয়ার।
কস্য দোকান ঘর ভাড়ার চুক্তি পত্রমৃদং কার্যঙ্গাগে। নিন্ম বর্ণি দোকান ঘর আমার স্বত্ব দখলীয়। বর্তমান আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমার স্বত্ব দখলীয় লস্করপাড়া মৌজাস্থিত দোকান ঘর ভাড়া দিতে প্রস্তাব করায় আমার প্রথম পক্ষ ভাড়া লইতে ইচ্ছা প্রকাশ করায় উভইয়ের সম্মতিক্রমে অদ্য হইতে ১৬(ষোলো) মাস পর্যন্ত ভাড়ার মেয়াদ সুস্থির করিয়া ও নিন্ম শর্তাবলী উভয়য়েই মানিয়া চলিতে বাধ্য থাকবো বলিয়া উভয় পক্ষই স্বীকার অঙ্গীকার করিয়া নন্ম বর্ণিত দোকান ঘর শর্ত সমূহে চুক্তিবদ্ধ হইয়া উক্ত দোকান ঘর আপনাদের বরাবরে ভাড়া দিলাম।
শর্তাবলী :
১) ভাড়া কৃত দোকান ঘর মাসিক ভাড়া ৮০০০(আট হাজার) টাকা হিসাবে চুক্তি হইলো।
২)দোকান ঘর ভাড়া হিসাবে অগ্রিম বাবদ আমি প্রথম পক্ষ হইতে ২০০০০০(দুই লক্ষ) টাকা গ্রহণ করিলাম। এই অগ্রিম আমি প্রথম পক্ষকে মেয়াদ শেষে বুঝাইয়া দেবার জন্যে অঙ্গীকার বদ্ধ হলাম।
৩) উক্ত দোকান ঘর ভাড়ার জন্যে আমি আপনাদের(প্রথম পক্ষের ) সহিত ১৬(ষোল ) মাস এর জন্যে চুক্তি বদ্ধ হলাম।অর্থাৎ ২২ সেপ্টেম্বর ২০২০ থেকে ১৬(ষোল ) মাস।
৪) ভাড়াকৃত দোকান ঘরে আপনারা(প্রথম পক্ষ) কোনোরকম বেআইনি কাজ বা ব্যবসা করিতে পারিবেন না।
৫) ভাড়া কৃত দোকান ঘরে প্রতি মাসের বিদ্যুৎ বিল আপনারাই(প্রথম পক্ষ) প্রদান করিবেন।
৬) ভাড়াকৃত দোকান ঘরে কোনো রকম মেরামতি প্রয়োজন হলে আপনারা(প্রথম পক্ষ) আমাকে জানালে আমি(দ্বিতীয় পক্ষ) প্রয়োজন মুতাবিক মেরামতি কোরাইয়া দেব। আপনারা(প্রথম পক্ষ) কোনোরূপ মেরামতির কাজ করিতে পারিবেন না।
৭)পুনরায় দোকান ঘর ভাড়া দিলে এবং আপনারা(প্রথম পক্ষ) ভাড়া নিতে ইচ্ছুক হইলে অত্র পত্রের মেয়াদ শেষ হবার পর আমার(দ্বিতীয় পক্ষ) সম্মতিক্রমে পুনরায় চুক্তিপত্র লিখিয়া চুক্তিবদ্ধ হইতে পারিবেন।
৮) মেয়াদ উর্তীন্ন হইলে প্রথম পক্ষ আমার(দ্বিতীয় পক্ষ) নিকট আমার(দ্বিতীয় পক্ষ) দোকান বুঝাইয়া দিবেন। কিন্তু উক্ত মেয়াদ উর্তীন্ন হবার পূর্বে প্রথম পক্ষ যদি উক্ত দোকান ছাড়িয়া দেয় তাহা হইলে প্রথম পক্ষ অন্য কোনো ব্যক্তি বা কাহারো কাছে উক্ত ঘর ভাড়া দিতে পারিবেন না।
আরো প্রকাশ থাকে যে চুক্তিপত্র শেষে যদি নতুন ভাবে চুক্তি স্বাক্ষরিত হয় তবে সেটা তখন কার বাজারমূল্য হিসাবে ভাড়া ধার্য্য হইবে।
এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে নিন্মে স্বাক্ষরিত স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র চুক্তিপত্র লিখিয়া লইয়া আমরা(প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ ) উভয় পক্ষই সই করিয়া দিলাম। ইতি ইংরেজি ২২ সেপ্টেম্বর ২০২০ সন।
ভাড়াকৃত দোকান ঘরের বিবরণ ও চৌহদ্দি
জেলা: আলিপুরদুয়ার, থানা ও বি. এল. এন্ড। এল. আর ও : কুমারগ্রাম মধ্যে মৌজা লস্করপাড়া , ৫২ নং xx.এল. ভুক্ত। যাহার উত্তরে - বাজারের রাস্তা ,দক্ষিণে : ৩১ নং জাতীয় সড়ক, পূর্বে : দাতার নিজ , পশ্চিমে : মনটাই শিকদার। এই চৌহদ্দির মধ্যে উক্ত দোকান ঘর ভাড়াকৃত বটে।
১) ফর্দ স্ট্যাম্প ও ২) ফর্দ ডেমিতে লেখা রহিল।
প্রস্তুতকারক :-
১)
২)