(Acronyms) নমুনা ধারাবাহিকতা

(Acronyms). ক্রমিক নং আদ্যক্ষর বর্ণনা ১ প্রাগম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২ প্রাশিঅ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩ নেপ ন্যাশনাল একাডেমী ফর প্রাইমারি এডুকেশন ৪ বিএনএফই ব্যুরো অব নন-ফরমাল এডুকেশন ৫ এডিপি এ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ৬ এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ৭ ডিপিএইচই ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ৮ এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম এ্যান্ড টেক্সট বুক বোর্ড ৯ আইইআর ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্চ ১০ বিবিএস বাংলাদেশ ব্যুরো অব স্টাটিসটিকস ১১ রস্ক রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প ১২ পিইসিই প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন ১৩ ডিপ-ইন-এড ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ১৪ এপিএসসি এ্যানুয়াল প্রাইমারি স্কুল সেন্সাস ১৫ পিটিআই প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ১৬ স্লিপ স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান সংযোজনী- ২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা এর বিবরণ এবং পরিমাপ পদ্ধতি-এর বিবরণ ক্রমিক নম্বর কার্যক্রম কর্মসম্পাদন সূচকসমূহ বিবরণ বাস্তবায়নকারী দপ্তর/সংস্থা পরিমাপ পদ্ধতি এবং উপাত্তসূত্র সাধারণ মন্তব্য ১ [১.১] শ্রেণিকক্ষ নির্মাণ [১.১.১] নির্মিত শ্রেণিকক্ষ জরাজীর্ণ এবং জনাকীর্ণ বিদ্যালয় গুলিতে ৫০ জন শিক্ষার্থীকে একসঙ্গে পাঠদান করানো যায় এমন শ্রেণিকক্ষ নির্মাণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, রংপুর উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, রংপুর এর বার্ষিক প্রতিবেদন ২ [১.২] নলকূপ স্থাপন [১.২.১] স্থাপিত নলকূপ প্রকৃত চাহিদার ভিত্তিতে বিশুদ্ধ এবং আর্সেনিকমুক্ত খাবার পানি সরবরাহের লক্ষ্যে গভীর/অগভীর এবং তারা পাম্প স্থাপন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, রংপুর উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, ঢাকা এর বার্ষিক প্রতিবেদন, রংপুর ৩ [১.৩] শিক্ষার্থী ও শিক্ষকদের জন্যওয়াশব্লক নির্মাণ [১.৩.১] নির্মিত ওয়াশব্লক পিইডিপি ৩ এর আওতায় ৩টি টয়লেট, ২টি প্রশ্রাবখানা এবং হাত-পা ধোয়ার সুবিধা সংবলিত ওয়াশব্লক নির্মাণ। উল্লেখ্য প্রতি বিদ্যালয়ে ২টি ওয়াশব্লক (একটি ছাত্র ও পুরুষ শিক্ষকদের জন্য এবং অপরটি ছাত্রী ও মহিলা শিক্ষকদের জন্য) থাকবে। জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, রংপুর উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, রংপুর এর বার্ষিক প্রতিবেদন ৪ [১.৪] শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কার্যক্রম [১.৪.১] উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী ভর্তির হার বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপবৃত্তি প্রদান প্রকল্পের আওতায় উপযুক্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান। প্রকল্প পরিচালক উপবৃত্তি প্রদান প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপপরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, রংপুর উপপরিচালক, ...